Connect with us
প্লেয়ার্স বায়োগ্রাফি

এশিয়া কাপের মধ্যেই বাংলাদেশের সাবেক কোচের মৃত্যু

চলছে এশিয়া কাপের জমজমাট আসর। এরই মধ্যে দুঃসংবাদ এলো জিম্বাবুয়ে থেকে। কদিন আগে সাবেক যে ক্রিকেটারের মৃত্যুর গুজব উঠেছিল, সেই তারকা ঠিকই এবার মারা গেলেন। ক্যান্সারের কাছে হেরে সত্যি সত্যি ওপারে পাড়ি জমিয়েছেন হিথ স্ট্রিক। যিনি ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন।

হিথ স্ট্রিক বাংলাদেশের বোলারদের সঙ্গে কাজ করেছে দুটি বছর

হিথ স্ট্রিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত

গত মে মাসে ক্যান্সার ধরা পড়া জিম্বাবুয়ের সাবেক ক্রিকেট গ্রেট হিথ স্ট্রিক মারা গেছেন আজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। স্ট্রিকের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুক পোস্ট করেছেন তার স্ত্রী নাদিনে। তাছাড়া হিথ স্ট্রিকের বাবা ডেনিসের বরাত দিয়ে খবরটি দিয়েছে জিম্বাবুয়ের সংবাদ মাধ্যম হেরাল্ডও।

হিথ স্ট্রিক বাংলাদেশের বোলারদের সঙ্গে কাজ করেছে দুটি বছর

হিথ স্ট্রিক বাংলাদেশের বোলারদের সঙ্গে কাজ করেছে দুটি বছর

জিম্বাবুয়ের একমাত্র বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট নিয়েছেন স্ট্রিক। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়কও ছিলেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তার উইকেট ২১৬টি। ওয়ানডেতে ২৩৯টি। ব্যাট হাতে টেস্টে ১৯৯০ রান করা হিথ স্ট্রিক ওয়ানডেতে ২৯৪৩ রান করেছেন।

আরও পড়ুন: এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে টস জিতলো বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in প্লেয়ার্স বায়োগ্রাফি