উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে এসি মিলান। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে সমানতালে এগিয়েছে দুই দলের খেলা। ঘরের মাঠে তারকায় ঠাসা পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে মিলান।
মঙ্গলবার রাতে (৭ নভেম্বর) সান সিরো স্টেডিয়ামে মুখোমুখি হয় পিএসজি ও এসি মিলান। শুরু থেকে দুই দল খেলতে থাকে আক্রমণাত্মক ফুটবল। ম্যাচের ৯ মিনিটে কর্নার থেকে মারকুইনহোসের মাথা ছোয়ানো বল সুন্দর ফিনিশ করে পিএসজিকে লিড এনে দেন স্কিনিয়ার।
গোল করতে মরিয়া এসি মিলান বেশি সময় নেয়নি সমতায় ফিরতে। তিন মিনিট পরই রাফায়েল লেয়াওয়ের বাইসাইকেল কিকে ১-১ গোলের সমতা টানে এসি মিলান। ২৫ মিনিটে গোলকিপারের সাথে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে দলকে এগিয়ে নিতে পারেননি এমবাপ্পে। ২৭ মিনিটে ডেম্বেলের ডি-বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়। স্কোর সমতায় রেখে বিরতিতে যায় দুই দলে।
দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই এগিয়ে যায় মিলান। ম্যাচের ৫০ মিনিটে থিউয়ের ক্রস থেকে দারুণ এক হেডে দলের জন্য জয় সূচক গোলটি করেন অলিভিয়া জিরু। একাধিকবার সুযোগ পেয়েও দুই দলের আর কেউ গোল করতে ব্যর্থ হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।
এই জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘এফ’ এ ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে এসি মিলান। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে পিএসজি।
আরও পড়ুন: সাকিবের চোটে কপাল খুললো বিজয়ের
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৩/এসএস/এজে